প্রকাশিত: Wed, Apr 5, 2023 5:10 AM আপডেট: Thu, May 15, 2025 1:42 AM
শরীয়তপুরে বসতঘরে আগুন লেগে ৩ ভাইবোনের মৃত্যু
আল আমিন: নিহতরা হলো- মিম (১৩) সামিয়া (১১) তার ভাই আরাফাত (৮)। নিহতরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের আশ্রাফ বেপারীর কান্দি গ্রামের অটো চালক মনসুর ঢালীর সন্তান। মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় ।
স্থানীয় ও সখিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে মনসুর ঢালীর দুই মেয়ে ও এক ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ টিনের দোচালা ঘরে আগুন লাগলে স্থানীয়রা দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এসময় একই বিছানায় ঘুমন্ত মীম, সামিয়া ও আরাফাত আগুনে দগ্ধ হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিদগ্ধ তিন ভাইবোনকে দ্রুত আনার পথে ২ জনের মৃত্যু হয়। মঙ্গলবার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। সম্পাদনা : মুরাদ হাসান